২৬ এপ্রিল, ২০১৯ ১৪:০০

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

শ্রীলঙ্কায় গীর্জায় এবং নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বরিশাল খ্রিস্টান অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা নরব্যাট দিপু অধিকারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ফাদার মাইকেল মিলন দেউরী, জেসিকা অধিকারী, লিন্টু হালদার, প্রেমা নন্দ বিশ্বাস, রবিন বল্লভ, রনজিৎ দত্ত, ডা. মনিষা চক্রবর্তী, শওকত হোসেন বাদল, তনুশ্রী মালাকার ও খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আলব্যাট রিপন প্রমুখ।

বক্তারা বলেন, যারা ধর্মকে পুঁজি করে মানুষের উপর হামলা চালায় তাদের মধ্যে মানবতা নেই। অথচ কোনো ধর্মই সন্ত্রাসের সমর্থন করে না। ওইসব হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখা। 

মানববন্ধনে বরিশাল খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সর্বস্থরের নারী-পুরুষ ও শিশুরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে অংশ গ্রহণ করেন।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর