বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউস থেকে আঞ্চলিক শ্রম দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে একটি র্যালি বের হয়। শোভাযাত্রাটি সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে জেলা ও মহানগর শ্রমিক লীগের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সকাল সোয়া ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে র্যালি বের করে জেলা ও মহানগর শ্রমিক দল। বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লিগ, দর্জি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং হোটেল রেস্তোরাঁ সুইটমিট শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন নানা আয়োজনে মে দিবস পালন করে।
বিডি প্রতিদিন/ফারজানা