বরিশালে ঘূর্নিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুুতি সভা করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে চালু করা হয়েছে একটি কন্ট্রোল রুম। মঙ্গলবার রাত ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জরুরি প্রস্তুতি সভা করে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ঘূর্নিঝড় ফণী মোকাবেলায় এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
বুধবারের মধ্যে সকল উপজেলায় জরুরি সভা করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।
এছাড়া জেলা সদরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর হল টিএন্ডটি-০৪৩১৬৩৮৬৩ এবং মোবাইল নম্বর ০১৭৪১১৯৬৯৩৯।
বিডি প্রতিদিন/এনায়েত করিম