রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় শিমুল সূত্রধর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শিমুল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সূত্রধরের ছেলে। মিরপুরের শেওড়াপাড়া এলাকায় থাকতেন তিনি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
শিমুলের মামা রিন্টু সূত্রধর জানান, মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত হয় শিমুল। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন