রাজধানীর যাত্রাবাড়ী থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) রাত ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতর সাথে হাসপাতালে একটি ছবি যুক্ত বই পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে তার নাম কামাল আহমেদ। নিহত পরিবারের সাথে সেই সূত্রধরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। চ
যাত্রাবাড়ীর থানা (এসআই) জুলফিকার আলী জানান, যাত্রাবাড়ী মাছ বাজার সংলগ্ন রাস্তায় অচেতন অবস্থায় পরে থাকে ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর