খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৩ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। এসময় উগ্রবাদি বই, হ্যান্ডনোট, লিফলেট, নগদ টাকা উদ্ধার করা
হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর পূর্ব বানিয়া খামার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- মো. হাবিবুর রহমান (২৪), মো. রাফিউর রহমান রাজিব (৩০) ও আব্দুল মান্নান (৫০)। তারা নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ ও ‘আল্লাহর সরকার’ এর খুলনা ও বরিশাল জেলার আঞ্চলিক নেতা।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার শামীম সরকারের নেতৃত্বে অভিযানে এই ৩ জঙ্গি আটক হয়।
বিকালে সংবাদ সম্মেলনে র্যাবের কমান্ডিং অফিসার লেফ. কর্নেল সৈয়দ নুরুস সালেহীন ইউসুফ জানান, আটককৃতরা ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সংগঠনের সদস্য সংগ্রহ, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও দলীয় কার্যক্রম পরিচালনা করতো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন