বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের পশ্চিম ভেদুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিরাপদ আশ্রয় নেওয়া দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শনিবার সকাল ১০ টায় প্রতিমন্ত্রী দুর্যোগ আক্রান্তদের খোঁজ-খবর নিতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় জনতার উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ‘ফণী’ আক্রান্তদের খোঁজ-খবর নিচ্ছেন। সরকারি তহবিল থেকে বরাদ্দ পাওয়া ত্রাণ সামগ্রী অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।
ত্রাণ বিতরণকালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মধু ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন