বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিবার রাতে অ্যাপোলো হাসপাতালে ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে যান। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রবিবার দুপুরে হাইকোর্টে বুকে ব্যথ্যা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকরা মওদুদ আহমদকে সিসিইউ নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী হাসনা মওদুদ। এর আগে উন্নত চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে যান তিনি। মওদুদ আহমদের পরিবার তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা