বরিশালে বাংলাদেশ ব্যাংকের কয়েনের ভল্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে বহুতল ভবনের নিচ তলায় কয়েনের ভল্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রাথমিকভাবে জানাতে পারেনি কেউ।
তবে একটি সূত্র বলেছে, বাংলাদেশ ব্যাংক ভবনের নিচ তলায় কয়েনের ভল্টে একটি চেয়ারে আগুন লেগেছিল। ধারণা করা হচ্ছে, চেয়ারে জলন্ত মশার কয়েল রাখার কারণেই আগুনের সূত্রপাত। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে কাজ শুরু করায় বড় ধরনের ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা