গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া।
নিহত আনোয়ার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মাইজপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
এসআই চাঁন মিয়া জানান, সকালে আনোয়ার ভ্যান চালিয়ে বেকারি পণ্য বিক্রির উদ্দেশে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব