২৭ মে, ২০১৯ ১৮:০২
অর্থ আত্মসাৎ মামলা

ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

প্রতীকী ছবি

ব্যাংকের পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের মামলায় খুলনা ট্রাস্ট ব্যাংকের দৌলতপুর শাখার সাবেক ব্যবস্থাপক শারমিন জাহান সুমিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কোর্ট জিআরও মো. মোকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবীরা জানান, ২০১৮ সালে ট্রাস্ট ব্যাংকের দৌলতপুর শাখায় পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ২০১৯ সালে ব্যাংক কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপক শারমিন জাহান সুমিসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। মামলার অধিকাংশ আসামি পলাতক রয়েছে। দুদক এই মামলার তদন্ত শুরু করেছে।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর