হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৩টি স্বর্ণের বারসহ আব্দুস সালাম নামে এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউজ। শুল্ক গোয়েন্দাদের তল্লাশিতে জব্দকৃত স্বর্ণের ওজন আনুমানিক সোয়া ১০ কেজি।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ঐ যাত্রীর দেহ তল্লাশি করে এ স্বর্ণ পাওয়া যায়। আটক সালাম সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গারপুর থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক