সাভারের কাতলাপুর এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মিলন হোসেন (২২), তিনি সম্পর্কে ঐ স্কুলছাত্রীর ভগ্নিপতি।
সোমবার সন্ধ্যায় কাতলাপুর এলাকায় মিলনের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে ঐ ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মিলন কুড়িগ্রাম জেলার বাসিন্দা। সে সাভারের কাতলাপুরে একটি বাসার ভাড়াটিয়া।
বিডি-প্রতিদিন/শফিক