ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদ যাত্রায় যাত্রীদের ব্যাগ টানাটানি করে কোনো রকম হয়রানি করা যাবে না।
আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদ এলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখা যায়। অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে আয়োজিত বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বাস মালিকদের উদ্দেশে বলেন, 'ঈদ ও ঈদ পরবর্তী সময়ে সড়ক পথে দুর্ঘটনা এড়াতে গাড়ির চালককে দায়িত্বশীল হয়ে গাড়ি চালাতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ব্যতীত কোন গাড়ি রাস্তায় চলতে পারবে না। গাড়ির মালিক পক্ষ কোনো মাদকাসক্ত ড্রাইভারের হাতে গাড়ি স্টিয়ারিং দিবেন না। সেই সঙ্গে চালক, হেলপার বা পরিবহন সেক্টরের কাউকে মাদকাসক্ত বলে সন্দেহ হলে পুলিশের সহায়তায় ডোপ টেস্ট করান।’
চালকের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘গাড়ির চালকেরা সুযোগ পেলে বেপরোয়া গতিতে গাড়ি চালান, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালান। গাড়ি চালানো অবস্থায় এমনটি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৯/আরাফাত