পূর্বপশ্চিমবিডি নিউজের সম্পাদক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক খুজিস্তা নূর-ই–নাহারিন মুন্নির মা সেলিনা হক (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি একজন সমাজসেবী ছিলেন এবং গরিব-দুস্থ মানুষদের নিয়মিত সাহায্য করতেন।
সকালে মরহুমার মরদেহ জামালপুর শহরের বাড়িতে নিয়ে গেলে শোকার্ত মানুষের ঢল নামে। বাদ জুহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয় তার স্বামী মরহুম মোজাম্মেল হকের কবরের পাশে।
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৯/আরাফাত