অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শেখ ইকরাম হোসেন নামে এক ব্যক্তিকে আশুলিয়ার বাইপাইল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে তাকে আশুলিয়ার থানার পাশে বাইপাইল থেকে উদ্ধার করা হয়।
অসুস্থ ব্যক্তির পকেট থেকে পাওয়া বিদ্যুৎ বিলের কাগজ থেকে জানা যায়, আশুলিয়ার নয়াহাটের আকরাম হোসেনর ছেলে ইকরাম হোসেন শেখ।
এসময় ওই ব্যক্তি অগোছালভাবে বলেন, আমি নারায়নগঞ্জ থেকে মেঘনা পরিবহন নামে একটি বাসে করে রওয়া হই। এরপর কি হয়েছে কিছুই বলতে পারছি না।
প্রত্যক্ষদর্শী রিক্সাচালক মো. আসলাম সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অচেতন হয়ে এক ব্যক্তি বাইপাইলে রাস্তার পাশে পড়েছিলো। এসময় স্থানীয়দের সহায়তায় আমার রিক্সায় তুলে নিয়ে থানায় আসি।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অচেতন ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কোথায় ও কিভাবে তিনি অজ্ঞানপার্টির শিকার হয়েছেন। পাশাপাশি এই চক্রকে গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকার চেকপোষ্ট বসানো হয়েছে ।
বিডি প্রতিদিন/হিমেল