বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাফর আহমেদের মরদেহ রাখা হবে সবার শ্রদ্ধা জানানোর জন্য। পরে জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে সেখানেই সমাহিত করা হবে জাফর আহমেদকে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, আবু জাফর আহমেদ অসুস্থ ছিলেন। তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে গত ২০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। উনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৭ মে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা