আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কেবল চট্টগ্রাম নয়, সারাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামি দর্শনীয় স্থাপনা। এটি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। তাছাড়া বর্তমান সরকার মডেল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে। এরই আলোকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদেরও সংস্কারে যে কোনো সহযোগিতা করতে আমি প্রস্তুত।’
বুধবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে নামাজ আদায় শেষে মসজিদ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ সময় উপমন্ত্রী ঐতিহ্যবাহী এই মসজিদের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। তিনি মসজিদের অনেকাংশে জরাজীর্ণ হয়ে পড়া বিভিন্ন অবকাঠামো অবলোকন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জহর লাল হাজারী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন আবু হাসান, উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী নেতা আমিনুল হক, আওয়ামী লীগ নেতা আনিছ মিয়া, নগর যুবলীগ নেতা নেছার আহম্মদ, হেলাল উদ্দীন, নুরুল আনোয়ার, ওয়াসিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, রাজনীতিক লিয়াকত আলী, সাইদুল হুদা বাবু, আলী হোসেন শাহীন, সাইফুল ওয়াদুদ, ইকবাল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক