ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।
বুধবার সালমা সুলতানা নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মোয়াজ্জেম হোসেনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন।
এর আগে গত সোমবার এ মামলায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। ওইদিন এ মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১২৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন আদালতে জমা দেন। প্রতিবেদনে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। পরে ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুনানি শেষে বিচারক গ্রেফতারি পরোয়ানার জারি করেন।
এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে মোয়াজ্জেম হোসেনের কোনো হদিস না পাওয়া গেলেও বুধবার তাকে সুপ্রিম কোর্ট এলাকায় দেখা গেছে বলে জানা গেছে। দুপুর দেড়টার দিকে ওসি মোয়াজ্জেম হাইকোর্টে আসার পর দুইটার দিকেই বেড়িয়ে যায় বলে সূত্রটি জানিয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনটি সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। পরে আবেদনকারীর আইনজীবী বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য চেষ্টা করলেও বিচারপতিরা এজলাস ছেড়ে চলে যাওয়ায় তা সম্ভব হয়নি। আগামী ১১ জুন অর্থাৎ ঈদুল ফিতরের পর এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে সূত্র জানায়।
প্রসঙ্গত, গত মার্চ মাসে নুসরাত তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করার পর তার তদন্তে তৎকালীন ওসি মোয়াজ্জেম সোনাগাজী থানায় ডেকে নিয়ে ওই মাদ্রাসাছাত্রীর জবানবন্দি নিয়েছিলেন। তার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে তা নিয়ে সারাদেশে আলোচনার মধ্যে ওই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুর পর গত ১৫ এপ্রিল ওই ভিডিও ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন