হোল্ডিং ট্যাক্স পুনর্নিধারণের জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহর পৈত্রিক বাড়ি নতুন করে পরিমাপ করা হয়েছে।
বুধবার দুপুরে বিসিসির কর ধার্য শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডে ৫০৫ নম্বর হোল্ডিংয়ে ১৫ আগস্টের শহীদ সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত নির্মিত বাড়িটির আয়াতন নতুন করে পরিমাপ করা হয়।
এর আগে বাড়ি পরিমাপ করার জন্য বাড়ির মালিকপক্ষকে লিখিত নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিমাপের সময় বিসিসি কর্মকর্তাদের সার্বিক সহায়তায় বাড়ির মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসান বাবলু জানান, মেয়রের নিজ উদ্যোগে তার বাড়ির হোল্ডিং ট্যাক্স বিষয়ে নতুন করে পরিমাপ করা হচ্ছে। বুধবার প্রথম দিন ওই বাড়ির বিভিন্ন স্থান পরিমাপ করা হয়েছে। এখন ওই বাড়ির মালিক পক্ষকে আবার নোটিশ দিয়ে শুনানির মাধ্যমে নতুন হোল্ডিং ট্যাক্স ধার্য করা হবে।
বিসিসি সূত্র জানায়, আগে মেয়রের বাড়ির বার্ষিক হোল্ডিং ট্যাক্স ছিল ৫ হাজার টাকা। নতুন পরিমাপে তার বাড়ির নতুন হোল্ডি ট্যাক্স নির্ধারণ হতে পারে লাখ টাকা।
বিসিসি সূত্র আরো জানায়, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ব্যক্তি মালিকানাধীন ৫১ হাজার ৮৯২টি এবং সরকারি ৫৭০টি হোল্ডিং রয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে ৫ হাজার ৪০০ হোল্ডিং নম্বরে নতুন স্থাপনা পরিবর্তনের বিষয়টি নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। তাদের হোল্ডিং ট্যাক্স নতুন করে পুনরায় পর্যালোচনা করে ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন