চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. কামাল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বুধবার নগরের কোতোয়ালী থানা পুরাতন গির্জা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ বিদেশি পিস্তল, ১ ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মো. কামাল নোয়াখালী জেলার হাতিয়া উত্তর সাগরিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
গণমাধ্যমকে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন