আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নূর আলম নামের এক পোশাক শ্রমিকের নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা দু'টি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুর ১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল বাসটির আগুন নির্বাপণ করেন।
নিহত নূর আলম (৩০) দিনাজপুর জেলার পার্বতীপুর থানা কৈফতি গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ঘোষবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ও ম্যাগপাই গার্মেন্টস এর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আশুলিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবে মাসুদ জানান, শ্রমিক নিহতের খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ক্ষতিগ্রস্থ বাসটি সড়কের পড়ে থাকায় কিছুটা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক