ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কালিকাবাড়ি গুদারাঘাট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মেদ মোল্লা জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বোঝা যাবে এটা কী হত্যা না স্বাভাবিক মৃত্যু।
বিডি প্রতিদিন/এনায়েত করিম