জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আহবানে অনুষ্ঠিত ইফতার মাহফিল কূটনীতিক ও রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়। রাজনীতিবিদ ও কূটনীতিক ছাড়াও উপস্থিত হন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ইফতারের ৫মিনিট পূর্বে হুইল চেয়ারে করে অনুষ্ঠানস্থলে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর এরশাদ হুইল চেয়ারে করেই অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এসময় এরশাদকে হাস্যজ্জল ও প্রানবন্ত দেখা যায়।
অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত মি. পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভূটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্যা এ্যাফেয়ার্স তাবিদ সেলিম আব্দুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদিপ দে, চাইনিজ অ্যাম্বাসেডর, কাতারের অ্যাম্বাসেডর, আফগানিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির ফাস্ট সেক্রেটারি, ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি, নেপালের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ভিয়েতনামের ফাস্ট সেক্রেটারি, লিবিয়ান অ্যাম্বাসির কাউন্সিলরসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিগণ ছাড়াও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী ডা. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমূল্লাহ্, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান, লে. জেনারেল (অব.) আতিকুর রহমান।
সিনিয়র সাংবাদিকদের মধ্যে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
জাপা নেতাদের মাঝে থেকে প্রেসিডিয়াম সদস্য- কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিআউ তাজ রহমান, সোলেমান আলম শেঠ, আতিকুর রহমান, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেঃ অব. মাসুদ উদ্দিন চৌধুরী, হাসিবুল ইসলাম জয়, নুরুল ইসলাম ওমর প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন