রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শুভাশীষ সরকার জানান, রাতেই ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। কোনো যানবাহনের চাপায় তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরনে সাদা-কালো রংয়ের থ্রি কোয়ার্টার প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি ছিল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম