ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৩জন পরিবহন চাঁদাবাজাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ঢাকা যাত্রাবাড়ী ২২নং শহীদ ফারুক রোড এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে মো. শরিফ (৩০), ঝলকাঠি রাজাপুর দক্ষিণ তারাবুনিয়া এলাকার মৃত সৈয়দ আলমগীল হোসেনের ছেলে সৈয়দ আহসান উদ্দিন ওরফে জুয়েল (৩৬), ময়মনসিংহ কাসাইরাচর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জলিল মিয়া (৪২), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. মাসুদ (৩৬), বাগেরহাট কুটিখালী এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সিদ্দিক (২০), বরিশাল আড়াই পাখি এলাকার মো. সাহেব আলীর ছেলে ফারুক হোসেন (৬৩), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা হাটিপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩০), পাবনা চকসেলন্দা এলাকার মৃত জুলমত সর্দারের ছেলে সোরাব হোসেন সর্দার (৭০), নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকার আবুল হোসেন শিকদারের ছেলে রিপন শিকদার (৩৫), কুমিল্লা নিমতলা ভূইয়া বাড়ির আহসান উল্লাহর ছেলে সাকিল ইসলাম ভূঁইয়া (২৪), সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো. বশির উদ্দিনের ছেলে সোহেল (২৬), নোয়াখালী ঘাটলা এলাকার মো. আবুল কালামের ছেলে মো.মাসুদ ওরফে হাবিব (৩২) ও ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাহমুদুন নবী অপু (২৬)।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলেপ উদ্দিন সাংবাদিকদের বলেন, মহাসড়কের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজী করে আসছিল একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে ১৩ জন চাঁদাবাজাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন