বগুড়ায় জমে উঠেছে ঈদ বাজার। ছুটি থাকায় বগুড়ার ঈদ মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। ঈদ মার্কেটকে ঘিরে কোন খানেই পা ফেলার জায়গা নেই। রমজানের শুরুতে তেমন ভিড় না থাকলেও ঈদ কাছে চলে আসায় আগের থেকে বেড়েছে বিক্রি। এবার ঈদ পোশাকে বাহারি নামের পোশাক না থাকলেও তরুণদের প্রথম প্রছন্দ পাঞ্জাবি। আর তরুণীরা কিনছে নানা রঙের থ্রি পিচ।
বগুড়া নিউ মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, সবখানেই এখন রঙিন পোশাকের সমারোহ। দেশি-বিদেশি সকল পণ্যে ভরে আছে নিউ মার্কেট এর দোকানগুলো। শুরুতে মার্কেটে ভিড় না থাকলেও এখন ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেড়েছে আগের থেকে কয়েকগুণ। ঈদ একেবারে কাছে চলে আসায় নতুন পোশাকের জন্য ভিড় বেড়েছে। তার সাথে বেড়েছে বিক্রিও। ক্রেতাদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে বিক্রেতাদের। এবারের ঈদে এখনো শীর্ষে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, টিশার্ট ও জিন্স। আর মেয়েদের রয়েছে বিভিন্ন নামের থ্রি পিচ, ফোর পিচ ও সুতি জামা। তরুণীরা এবার বেশি কিনছে টিস্যু জামা। পাকিস্তানি থ্রি পিচ, রাউন্ড জামা, ইন্ডিয়ান বিভিন্ন ডিজাইনের জামা, ভার্বি গ্রাউণ্ড, টিস্যু কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইনের জামা ও থ্রি পিচ, ক্যণ্ডি সিল্ক, কাতান সিল্ক, ভারতীয় কাতান, ফ্লোর টাচ গাউন, অর্গাণ্ডিক থ্রি পিচসহ বিভিন্ন নামের আর রঙের থ্রি পিচ। এছাড়া ব্লক, বাটিকের কাজ করা জামারও চাহিদা সৃষ্টি হয়েছে। শাড়ির দোকানগুলোতে বেশি বিক্রি হচ্ছে টাঙ্গাইল শাড়ি ও সুতি শাড়ি। বিভিন্ন মান আর দামের মধ্যে রয়েছে এই শাড়িগুলো।
বগুড়ার ঈদ বাজারের বিক্রেতারা জানান, গরম আবহাওয়ার কারণে ঈদে এবার বেশি বিক্রি হচ্ছে সুতি শাড়ি। এবার কৃষকের ধানের দাম কম হওয়ার কারণে ধান বিক্রি করে ভাল আয় করতে পারছে না। এর একটা প্রভাব পড়েছে বগুড়ার ঈদ বাজারেও।
নিউমার্কেটের পুকুরপাড়ের ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকে ভীড় কম হলেও ১০ রোজার পর থেকে ক্রেতাদের সংখ্যা বেড়েছে। ছোটদের বিভিন্ন ধরনের গেঞ্জি সেট, শার্ট, মেয়েদের ফ্রগ, পার্টি ফ্রগ, নেট কাপড়ে তৈরি বিভিন্ন ধরণের পোশাক পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক