হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগারো শত সত্তর পিস ইয়াবাসহ একযাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার রাত ৭ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান (ফ্লাইট নং BG-0434) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন মো. রিয়াজুল মিয়া (২৯)। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয়। পরবর্তীতে পাকস্থলি এক্সরে করে তার পেটে এগারো শত সত্তর পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা বলে জানা গেছে।
আটক রিয়াজুল মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার গুলড়া গ্রামের মো আব্দুর রহমান মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল