সড়কে ফিটনেসবিহীন বাস চিহ্নিত করতে প্রতিটি পয়েন্টে পুলিশ নজরদারি করবে বলে জানিয়েছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। আসন্ন ঈদ যাত্রায় ভাড়া বেশি ও চাঁদাবাজিসহ যে কোনো ধরণের অভিযোগ পেলেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আমাদের বিআরটিএ’র কাউন্টার আছে ও পুলিশ আছে তাদের জানান। যদি আমার কাছে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে আমাকে জানাতে পারেন; আমরা ব্যবস্থা নেবো।
শনিবার দুপুরে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বাস টার্মিনালে কর্মরত ভিজিলেন্স টিম ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, এবারের মত ভালো রাস্তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল না। সে দিক থেকে বিবেচনা করে বলা যায়, এবারে রাস্তায় যদি কোন ধরণের বিশৃঙ্খলা না হয় তাহলে যানজট থাকবে না। যে কোনো বছরের তুলনায় স্বস্তিদায়ক হবে এবারের ঈদ যাত্রা।
‘গাড়িতে দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ বলেন, গাড়ির ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে বিআরটিসির বিশেষ নজর দেয়া উচিত ছিল। তাই বলে গাড়িতে এটা চলতে পারে না। এসি গাড়ির ভাড়া নির্ধারণ অবশ্যক হয়ে পড়েছে। এছাড়া যানযট মুক্ত রাখতে সড়ক মহাসড়কে ব্যাপক পরিকল্পনা ও পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের এডিশনাল আসাদ, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক