গ্রাহকদের প্রায় ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা’র সাবেক মাঠকর্মী ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাসুদ করীম শুক্রবার সংশ্লিষ্ট আদালতের নিবন্ধন কর্মকর্তার কাছে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্তরা হচ্ছেন- দিশার বরখাস্ত হওয়া মাঠকর্মী ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়া এলাকার বাসিন্দা জেসমিন সুলতানা ও তার স্বামী আনিসুর রহমান।
জানা যায়, জেসমিন দিশা মাঠকর্মী পদে কর্মরত থাকাবস্থায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৪৩৬ জন গ্রাহকের নামে ওই টাকা আত্মসাৎ করেছেন। এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্বামী আনিসুর রহমান।
অভিযোগপত্র সূত্রে আরও জানা যায়, জেসমিন সুলতানা ২০০৩ সালে দিশা’র মাঠকর্মী হিসাবে যোগদান করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২ এপ্রিল পর্যন্ত গ্রাহকদের কিস্তির টাকা তুলে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে তদন্তে দেখা যায় তিনি এভাবে গ্রাহকদের ২০ লাখ ৫৫০ টাকা আত্মসাৎ করেন। ২০১৭ সালের ২০ জুন জেসমিনকে দিশা থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জানা যায়, জেসমিন ও তার স্বামী গ্রাহকদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে আরও ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় ২০১৭ সালের ১৫ জুলাই জেসমিন ও তার স্বামীর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন দিশার বরিশাল শাখা ব্যবস্থাপক রেজাউল ফেরদৌস। নগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম