বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীর হাত ও ওড়না ধরে টানাটানির অভিযোগে মো. অপু হাওলাদার (২২) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. অপু হাওলাদার উপজেলার কবসা (পূর্ব পাড়া) এলাকার সান্টু হাওলাদারের ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৫) গত শুক্রবার সকালে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের নান্নু হোটেলের সামনে ওই ছাত্রীর হাত এবং ওড়না ধরে টানাটানি শুরু করে বখাটে অপু হাওলাদার। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার দিলে বখাটে অপু হাওলাদার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে শুক্রবার রাতেই গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার কসবা এলাকা থেকে বখাটে অপু হাওলাদাকে গ্রেফতার করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, গ্রেফতার বখাটে অপু হাওলাদারকে শনিবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম