বাণিজ্যিক অনুষ্ঠান ব্যাবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবিদের 'পুনর্মিলনী ' অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ইফতারপূর্ব আলোচনায় ৫০টি ইভেন্ট অ্যাকটিভেশন প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দেশের বাণিজ্যিক ইভেন্ট ব্যাবস্থাপনা এবং বিপণন বিষয়ের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়। সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের জন্য 'বাংলাদেশ ইভেন্ট একটিভেশন এসোসিয়েশন' নামে একটি সংগঠনের প্রস্তাবও আসে আলোচনা থেকে।
সভায় উপস্থিত ছিলেন বিপণন সংস্থা ইন্টারস্পিডের সাবেক ব্যাবসায় পরিচালক এবং গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ, ইন্টারস্পিডের সাবেক প্রধান নির্বাহী এবং বেক্সিমকো এলপিজির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মুনতাসির আলম, বিটিএল হাউজের প্রধান নির্বাহী মিলন কুমার বিশ্বাস, এক্সপ্যাটের অপু খন্দকার এবং স্কাই ট্রাকারের দোজা এলান।
সভায় ইন্টারস্পিডের সাবেক ব্যাবসায় পরিচালক আমান আশরাফ বলেন, দেশে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে অনুষ্ঠান আয়োজনে উদ্ভাবনী বিষয় যুক্ত হচ্ছে। আমরা সকল পেশাজীবিদের মাঝে বন্ধন মজবুত করতে চাই।
বিটিএল হাউজের প্রধান নির্বাহী মিলন কুমার বিশ্বাস বলেন, দেশের মানুষের বাণিজ্যিক আয়োজনের প্রতি আগ্রহ বাড়ছে। আমরা এই সেক্টরের সকলকে নিয়ে একক সংগঠন গড়তে চাই। সরকারের কাছ থেকে একটি নীতিমালা আসলে নতুন বিনিয়োগ এবং উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করেন মিলন কুমার। পাশাপাশি নতুন পেশাজীবিদের আয়োজনের ধারণা(আইডিয়া) প্রস্তুতে কাউকে অনুসরণ না করে নিজস্বতা বজায় রাখার পরামর্শ দেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। স্কাই ট্রাকারের দোজা এলান সংগঠনের প্রস্তুতিতে একটি পরিষদের নাম প্রস্তাব করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার