বর্তমান প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে খলনায়ক হিসেবে পরিচিত করানো হচ্ছে। এটা সুপরিকল্পিত।
আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ন্যাশনাল রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘আঁধারের সাথে দ্বন্দ্ব’ শীর্ষক স্মৃতিস্মারক ও দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে উল্টোভাবে চিত্রায়িত করা হচ্ছে। যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে, খলনায়ক হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত।
বিএনপির প্রতিষ্ঠাতাকে কটাক্ষকারীদের সমালোচনা করে ফখরুল বলেন, জিয়াউর রহমানের সত্তা নিয়ে তারা কটাক্ষ করে। সততা নিয়েও কটাক্ষ করে। অথচ আমরা শুনি বিদেশে সম্পদের পাহাড়ের স্তুপ জমা হয়েছে, অর্থবৃত্তের, সম্পদের। বাড়িঘর হচ্ছে ৫-৬টা করে। এটা কোনো আলোচনার মধ্যে নেই।
আয়োজক সংগঠনের সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার