চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘আমরা (পুলিশ) এ মাটির সন্তান। এখানে বাহাদুরি দেখানোর কিছু নেই, ক্ষমতা প্রয়োগেরও কিছু নেই। ক্ষমতা না দেখিয়ে চাকরি করেন।
রবিবার নগরীর কোতোয়ালী থানায় গণমাধ্যমকর্মী এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন কমিশনার।
সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি (পুলিশ) নিজে মানুষ, আমি একটি পরিবারের সন্তান, আমি গ্রামের সন্তান, আমি কোথা থেকে উঠে এসেছি, সেটা মাথায় রাখবেন। তাহলে দেখবেন, বাহাদুরি আর ক্ষমতা দেখানোর কিছু থাকবে না। ক্ষমতা না দেখিয়ে পুলিশের চাকরি করুন।’
তিনি বলেন, ‘আপনি আপনার অবস্থান থেকে দেশকে কিছু দেন। আমি আমার অবস্থান থেকে কিছু দিই। আমরা সবাই এদেশের সন্তান। নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি অবদান রাখি, তাহলে এই দেশ একদিন স্বপ্নের সোনার বাংলা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন