কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ঈদে নতুন জামা দিলো ফেসবুকভিত্তিক শিক্ষার্থীদের একটি গ্রুপ। সোমবার কুমিল্লা রেলস্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা দুর্বার স্কুলের শিশুদের মাঝে পোশাক বিতরণ করে গ্রুপের সদস্যরা।
এর আগে, দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামেও পোশাক বিতরণ করা হয়। সারা দেশের এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪-এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় এই গ্রুপ।
সাইলেন্ট স্মাইল নামক ইভেন্টের আওতায় এবছর ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা ও ময়মনসিংহের মতো কুমিল্লায়ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণের উদ্যোগ নেয় গ্রুপটি। ফেইসবুক গ্রুপের কুমিল্লা অঞ্চলের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, জিয়াউল হাসান বণি, রাসেল ইসলাম, সাদিয়া নাজনীন নীলিমা, কামরুল হাসান, কামাল খান বুলি, খোরশেদ আলম, আরিফুর রহমান উজ্জ্বল, সুমন, মাইনুল ইসলাম খান, আতিকুর রহমান তানভীর ও জাহিদ সুমন প্রমুখ সদস্য উপস্থিত থেকে এসব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন। পরে সংগঠনের সদস্যরা শিশুদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম