রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে রিমন সরদার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উলন রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন গাজীপুরের কালিগঞ্জের বাসিন্দা নাসির সরদারের ছেলে।
রিমনের খালা জানান, রামপুরা উলন রোডে জমিদার গলির একটি বাসার চার তলায় তারা ভাড়া থাকেন। রিমন স্থানীয় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করতো। ভোরে এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায় রিপন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিমনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/এনায়েত করিম