ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী চিকিৎসক আহত হয়েছেন। সোমবার (০৩ জুন) সকাল সাড়ে ১০দিকে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্বকালীন অবস্থায় এ ঘটনা ঘটে। এতে তার মাথায় দুটি সেলাই লেগেছে। তবে এ দুর্ঘটনায় কোনো রোগী বা অন্য কোনো চিকিৎসক আহত হয়নি।
আহত চিকিৎসক ঢামেকের বন্ধ্যাত্ব বিভাগের আইএমও (ইন্টার্নাল মেডিকেল অফিসার) মিতু (২৬)।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার জানান, ঢামেকের ফার্টিলিটি সেন্টারে রোগী দেখার সময় চিকিৎসক মিতুর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে পাঠানো হয়। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল