বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র (এমপি) অনুপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানারা বেগম। বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা আমন্ত্রিত হয়ে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও মেয়র, উপজেলা ও মহানগরীর ওয়ার্ড সভাপতি-সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক