রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। ঝড়-বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এর আগে মঙ্গলবার সকাল থেকে লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের ৪৩ টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কারণে ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
জানা জায়, ঝড়-বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে সকাল ১০ টার পর থেকে প্রায় এক ঘণ্টার মতো লঞ্চ চলাচল বন্ধ থাকে। পরে আবহাওয়া অনুকূলে থাকায় টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। লঞ্চ টার্মিনালে সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত যাত্রীদের ছিল উপচে ভীড়। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় অনেকটাই কমে গেছে।
সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সদরঘাটে পৌঁছায়। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকায় সদরঘাটে আটকে পড়া যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন। এদিকে আবারও লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন