রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে মঙ্গলবারও ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সান্নিধ্যে ঈদ উদযাপনে ঘরমুখো এসব মানুষদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
কমলাপুর স্টেশনে মঙ্গলবারও ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, নীলফামারীর নীলসাগর, রংপুর এক্সপ্রেস, লালমনি ঈদ স্পেশাল ৩ ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়েছে। এছাড়াও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস স্টেশন ছেড়েছে ২ ঘণ্টা দেরিতে।
অন্যদিকে, সোমবার পর্যন্ত বাস টার্মিনালে ও সড়ক পথে স্বস্তির যাত্রা থাকলেও সোমবার রাত থেকে দুর্ভোগ শুরু হয় বাস যাত্রীদের। সকাল থেকে গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৯/আরাফাত