বরিশালে দুইশত দুস্থ ও ছিন্নমূল শিশুর মাঝে নতুন ঈদ পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোঁটালো জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে শিশুদের হাতে ঈদ পোশাক তুলে দেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার ও সমাজ সেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন