রাজধানীর সূত্রাপুরে শিশু অপহরণের ঘটনায় অভিযুক্ত মো. ইমরানকে (২০) গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। অপহৃত শিশু মোস্তাকিমকে (৩) চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সকালে চাঁদপুরের হাইমচর থানার নয়ানি লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে অপহরণকারী ইমরানকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ।
৩১ মে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গলের মার্কেটে উঠার সিঁড়ির সামনে থেকে মোস্তাকিমকে অপহরণ করে ইমরান। ১ জুন এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি অপরহরণ মামলা করা হয়। ইষ্ট বেঙ্গলের মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা যায় উক্ত মার্কেটের লেবার ইমরান মোস্তাকিমকে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহৃত ভিকটিম মোস্তাকিমকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেট হতে প্রথমে ইমরান তার কথিত বোন শাকিলা আক্তার লিজার কেরানীগঞ্জের বাসায় নিয়ে যায়। সেই বোন তার বাসায় না রাখায় পরে ট্রেনযোগে কমলাপুর থেকে লাকসাম হয়ে চাদঁপুরের হাইমচর ইমরানের ভাড়া বাড়িতে রাখে।
বিডি প্রতিদিন/ফারজানা