রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার খানকায়ে সুরেশ্বরী দরবার শরিফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবারই মালিবাগের খানকায়ে সুরেশ্বর দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কয়েকশ মানুষ এই জামাতে অংশ নেন।
খানকায়ে সুরেশ্বরের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে রোজা পালন এবং ঈদ উদযাপন করেন।
ঈদের জামাতের পর সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম