রোটারির সাবেক গভর্নর রফিক আহমেদ সিদ্দিক আর নেই। মঙ্গলবার ভোরে ঢাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এর বড় ভাই। আগামীকাল বুধবার ঈদের নামাযের পর গুলশান-১ ভোলা মসজিদ (শুটিং ক্লাবের সামনে) মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
রফিক সিদ্দিক প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন চেয়ারমেন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোটারি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রফিক ব্যাপক কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল