রাজশাহীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে।
রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হতে পারেনি।
সময় ঠিক রেখে পরে দরগা মসজিদে দুই দফায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম ঈদ জামাতে অংশ নেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।
ঈদ জামাতে ইমামতি করেন শাহ মখদুম জামিয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদাত আলী।
এদিকে, মহানগরীর মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
বিডি প্রতিদিন/কালাম