বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে আওয়ামী লীগ।
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
পরে মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আফজালুল করিম।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কালাম