রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন তিন হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই প্রকল্পটি অনুমোদিত হলে রাস্তাঘাট, বহুতল ভবন, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিংসহ সার্বিক ক্ষেত্রে নগরীর দৃশ্যমান উন্নয়ন হবে। নগরীর চেহারায় পাল্টে যাবে।
শনিবার নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ পরিবার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে নতুন সরকারি দুইটি স্কুল হতে যাচ্ছে। স্কুল দুইটির জন্য ইতোমধ্যে জায়গা দেখা হয়েছে, জায়গা নির্ধারণও প্রায় হয়ে গেছে। এখন কাজ শুরুর অপেক্ষা। কাজও শিগগিরই শুরু হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ করার পরিকল্পনা আছে। রাজশাহীতে শিল্পায়ন গড়ে উঠেনি। শিল্পায়নের জন্য বিনিয়োগকারীদের রাজশাহীতে আনার চেষ্টা চলছে। কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টাও অব্যাহত আছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মুনতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন