কুমিল্লার লাকসামে সেলুন পাঠাগার স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন। রবিবার বিকেলে লাকসাম বাইপাস এলাকায় প্রিন্স হেয়ার ড্রেসার সেলুনে ফিতা কেটে অবসরে আলো লাইব্রেরি উদ্বোধন করেন ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন এর প্রধান পৃষ্ঠপোষক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক সাংবাদিক মো. হুমায়ুন কবির মানিক, আওয়ামী লীগ নেতা মনির হোসেন কোম্পানী, সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পী, সহ-সভাপতি জহিরুল কাইয়ুম অনিক, সদস্য মোস্তাফিজুর রহমান, সুজন, হৃদয় দাস, মাহবুবুর রহমান ও হাসান রাজু প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নিয়মিত বৃক্ষ রোপণ, শহর পরিচ্ছন্নকরণ ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৯/মাহবুব