নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তারা হলেন বাবা, মেয়ে ও দুই নাতনি। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ জুন) ভোরে ফতুল্লার পাগলা এলাকার আব্দুল আলীমের বাড়িতে ওই ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল আলীম (৭০), তার মেয়ে শিউলি বেগম (৩৫), নাতনি তানজিলা (৬) ও জোতি (১৪)।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, টিনের ঘরের একটি রুমে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে বসবাস করতো আব্দুল আলীম। ভোরে মশার কয়েল থেকে আসবাবপত্র ও মশারিতে আগুন লেগে যায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। ফলে বের হতে না পেরে চারজনই দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মশার কয়েল থেকে আগুন লেগে দগ্ধ ৪ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/ হিমেল-তাফসীর আব্দুল্লাহ