রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মুত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে মহানগরীর বর্ণালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি জিআরপি থানা পুলিশ।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী সাটল ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন ওই যুবক। এ সময় রেললাইনের উপর দিয়ে তারে জড়িয়ে তিনি নিচে পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ